আল্লাহ তায়ালার প্রতি সকল প্রশংসা, যিনি আমাদের নামাজের মতো দৃঢ় যোগাযোগ মাধ্যম দান করেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদের প্রতি বর্ষিত হোক হাজার রহমত ও সালাম, যার হাতে আমরা নামাজের শ্রেষ্ঠ উপহার পেয়েছি। প্রিয় পাঠক-পাঠিকা, দুনিয়ার অপরিহার্য স্তম্ভ হলো দ্বীন। নামাজ হলো দ্বীনের অপরিহার্য স্তম্ভ, যার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলা মুমিনের জন্য শোভা পায় না। নামাজহীন জীবনের কোনো মানে নেই; এটি যত তাড়াতাড়ি বুঝতে পারব, তত দ্রুত ইসলাম ও জীবনের স্বাদ আস্বাদন করতে পারব।