রমজানের প্রাক্কালে এ সম্পর্কিত একটি বই লেখার জন্য প্রফেসর তোহুর আহমদ হিলালী স্যারকে অনুরোধ করলে তিনি জানান, গত রমজানে লকডাউনে প্রায় প্রতিদিনই তাঁর একটি করে লেখা ফেসবুক ও পত্র-পত্রিকায় প্রকাশ পায়। তাঁর সেসব লেখাগুলো একত্র করে বই আকারে প্রকাশ করতে পারায় আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদু লিল্লাহ। 'রমজানের শিক্ষা' প্রফেসর তোহুর আহমদ হিলালী রচিত মুসলিম ভিলেজের তৃতীয় প্রকাশনা। এর আগে 'ইসলামের মৌলিক ইবাদত' ও 'কুরআন থেকে শেখা (দারসুল কুরআন সুরা ফাতিহা ও আমপারা)' প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি বেশ কিছু বই সম্পাদনা করেছেন এবং ফেসবুক ও পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন।