Published
June 29, 2025
Language
বাংলা
Pages
97
Published by
বাসায় ঢুকলেই অয়নের কেমন একটা দম বন্ধ লাগে। মনে হয় তার স্বাধীনতা কোনো এক অদৃশ্য শেকল দিয়ে বাঁধা। শেকলটা এক ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে। চাকরিটা সেই ধারালো অস্ত্র। একবার সেই অস্ত্র হাতে এসে গেলেই অয়নের এই পরাধীনতার গ্লানি কেটে যাবে।