দরজির দোকানটি কাপড়ের মার্কেটের এক কোণে অবস্থিত। গলির পর গলি দিয়ে ঢুকে, একেবারে কর্নারের দিকে একটি সরু সিঁড়ি রয়েছে, যেখানে দুইজন মানুষ পাশাপাশি যেতে পারে না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দোকানের এক ছেলে নামতে গিয়ে ল্যান্ডিংয়ে থেমে গেল। সে দেয়ালের সঙ্গে মিশে দাঁড়িয়ে রইল যাতে আমি আরামে উঠতে পারি। ছেলেটার এইভাবে দাঁড়িয়ে থাকা দেখে আমার একটু খারাপ লাগলো, কারণ দিনে কতবার তাকে এই কষ্ট সহ্য করতে হয়, বিশেষ করে যখন মেয়ে আসলে তাকে সাইড দিতে হয়।