ধনীদের ক্রমশ ধনী হওয়া, গরীবদের আরও গরীব হওয়া এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটি কারণ হল অর্থের বিষয়ে শিক্ষার পার্থক্য। সুতরাং, এক গরীব বাবা-মা তাদের সন্তানদের অর্থ সম্পর্কে কী বলতে পারেন? তারা সোজাসুজি বলেন, "কলেজে থাক এবং পরিশ্রম করে পড়াশোনা কর।" শিশুটি অত্যন্ত ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হতে পারে, কিন্তু তার আর্থিক পরিকল্পনা এবং মানসিক দৃষ্টিভঙ্গি একজন গরীব মানুষের মতো হবে। অর্থের বিষয়ে কলেজে শিক্ষা দেওয়া হয় না; কলেজ পুঁথিগত বিদ্যা এবং পেশাদারী দক্ষতার শিক্ষায় মনোনিবেশ করে, কিন্তু আর্থিক দক্ষতায় নয়।