তারুণ্যের শক্তি দৃঢ়তা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে প্রেরণা দেয়। যদি আপনার আত্মশক্তির অভাব থাকে, তবে আত্মসম্মান রক্ষা, লক্ষ্য নির্ধারণ করা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি বিষয়ে অন্যের মুখাপেক্ষী হতে হবে। তাহলে কি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণও অন্যের হাতে তুলে দিচ্ছেন না? যখন আপনি এই কথাটি মনে প্রাণে অনুভব করবেন, তখন আর আপনি অন্য কাউকে আপনার জীবনের প্রযোজক বা পরিচালক হিসেবে মেনে নেবেন না; নিজের দায়িত্ব নিজেই নেবেন। তবে এর জন্য আপনার আত্মশক্তি ও দৃঢ়তার মানদণ্ড তৈরি করতে হবে, কারণ তখনই আপনি প্রকৃত অর্থে স্বাধীন হবেন।