সুইজারল্যান্ডের জুরিখ নদীর আশেপাশে রয়েছে সারি সারি বাড়িঘর। বিশাল আকৃতির উঁচু উঁচু বিল্ডিং নয়। তবে ছোট ছোট বাড়িগুলো দেখতে বেশ সুন্দর। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া বাড়িটির নাম “আবরার'স হাউজ”। পিংক কালারের এই বাড়িখানার গেইটের মাথায় বিশাল আকৃতির হ্যালো কিটি ইমোজি আঁকা। দুই তালা হবে বোধহয় বাড়িটা। ছাদে রয়েছে সুইমিংপুল। সুইমিংপুলের পাশেও হ্যালো কিটির ইমোজি আঁকা রয়েছে। বাড়ির সামনে একটা বিএমডব্লিউ, দুইটা ল্যাম্বোরগিনি গাড়ি এবং দুটো ব্যান্ডের বাইক সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আর একখানা ভাঙাচোরা বাইকও পড়ে আছে এক পাশে। দেখেই বোঝা যাচ্ছে আজকেই এক্সিডেন্ট হয়েছে এই বাইক নিয়ে। বাইকের সিটে লাল রঙের তরল পদার্থ লেগে আছে। বাড়ির দক্ষিণ পাশে গুটি কয়েক কালো গোলাপ গাছ দেখা যাচ্ছে। তাতে ফুটে আছে গোলাপ। লাল বা সাদা গোলাপ হলে হয়তো সুন্দরভাবে দেখা যেতো। কিন্তু কালো গোলাপ বলে অদ্ভুত দেখাচ্ছে। এই বাড়িতে ঢোকার তিনটে প্রসেস রয়েছে: ১. ফিঙ্গার পিন, ২. পাসওয়ার্ড এবং ৩. কার্ড। আবরার’স হাউজের ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে আছে আবরার তাসনিন। এই বাড়ির মালিক বা এই কিং বলা চলে তাকে। কপাল, হাত এবং বুকে আঘাতের চিহ্ন। ঠোঁটের কোণা থেকে রক্ত গড়াচ্ছে এখনো। লম্বা নাকখানা লাল হয়ে আছে।
"তানিশা আপুর লেখা বরাবরই এক অন্যরকম সৈন্দর্য্য বহন করে। আবরার তাসনিন চরিত্রটা পাঠকদের মধ্যে প্রচন্ড ভালোলাগার চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আবরার তাসনিন আর আদ্রিতাকে নিয়ে লেখা এই ই-বুক টি ও বরাবরের মতোই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। আগামি দিনগুলোর জন্য শুভ কামনা রইলো।"
আহ আবরার তাসনিন 😩😩 আবারো প্রেমে পড়ে গেছি অনেক অনেক সুন্দর হয়েছে আপু 🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
গল্পটা সুন্দর, কিন্তু ছোট
গল্প টা অসাধারণ। তবে এত্তো ছোট🥹
বানানে কিছু ভুল আছে। ফেসবুকের গল্পের মতোই সেইম আবরার তাসনিন,গল্পও সেইম।ভালো লাগে তাকে,অন্যরকম বেপরোয়া এক চরিত্র। টাকা টা পুরোপুরি অপচয় হয় নাই এই শান্তি।
অনেক সুন্দর
Tanisa apur lekha borabor e sundor ❤️ Amar khub pochonder lekhika tanisa apu ❤️ Bohudin por nirlojjo, horny abrar tasniner original version er shathe dekha holo 🫣 Akhon ashi review te,,, Jara tumatei ashokti golpo shuru theke porche like, jokhon lekha shuru korche Ei golpo ta tokhon theke ba apu golper kisu part er dialogue change korar age theke Jara porche tader kache Eita notun kisu lagbe na Keno na ebook er beshi r vag dialogue, moment e amra golpe pore felsi tai Amader kache notun kisu na But Jara recently apur tumatei ashokti pora shuru korso tader kache Eita beshi valo lagbe keno na Tara abrar er character somporke obogoto hobe ❤️ Porishese amar kache 10 on 10 lagche 💯 Valobasha o dua roilo tanisa apu o onar Chele meye abrar o odritar jonno
Abar manai dhamakq
এক কথায় অসাধারণ একটি গল্প। দুষ্ট মিষ্টি রোমান্টিক একটি গল্প। আবরার : একঘূয়ে, জেদী,পাগলাটে কিন্তু আদ্রিতার জন্য ভালোবাসা অফুরন্ত। প্রত্যেকটা মেয়েই এমন একজন চায় জীবনে লাইফ পার্টনার হিসেবে। আদ্রিতা: সৎ মায়ের সংসারে বড় হওয়া একটি মেয়ে যে একটু ভালোবাসা চায়।যা আবরার থেকে পায়। অনেক অনেক ভালো 💖💖
অনেক ভালো ছিল। একটু বড় দিতা এখানে ও কিপ্টামি করলা ফেসবুক এর মতো। আমি তোমার রেগুলার গল্প পড়ি। যা লিখো আমি পড়বই। আবার এনো আবরার কে আমাদের মাঝে। অনেক শুভেচ্ছা তোমার জন্য🥀
golpota vlo legese onk kintu aktu choto hoye giyese