আমি সিংভূম জেলার পাহাড়-জঙ্গলময় স্থানে পায়ে হাঁটতে বেরিয়েছিলাম, এবং সঙ্গে ছিল দুইটি বন্ধু। তবে একটু খুলে বললে, গুছিয়ে না বললে আপনাদের সঠিক ছবি দিতে পারব না হয়তো। দেশের লিচুতলা ক্লাবে বসে একদিন ভ্রমণের গল্প করছিলাম। পাহাড়-জঙ্গলের গল্পে অনেক কিছু বললাম; এখানে এ পাহাড় দেখেছি, ওখানে ও পাহাড় দেখেছি, সত্য ও মিথ্যা মিলিয়ে বেশ গল্প ফাঁদছিলাম। যদিও সত্যি বলার ইচ্ছা ছিল, কিন্তু অভ্যাসবশত কিছু অতিরঞ্জিত মিথ্যা বর্ণনার মধ্যে ঢুকে পড়েছিলাম, আমি আর কি করব!