ভালোবাসা—এই শব্দটি আমাদের জীবনের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। আমরা কেউ ভালোবাসা পাই, কেউ হারাই, কেউ ভালোবাসতে গিয়ে জর্জরিত হই, কেউ আবার নির্জনতায় বসে কেবল কল্পনায় ভালোবাসার মানুষটিকে আঁকি। “ভালোবাসার ভিন্নতা” সংকলনের প্রতিটি গল্প সেইসব সম্পর্কের টানাপোড়েন, দ্বিধা, আত্মত্যাগ, ভুল বোঝাবুঝি ও নীরব কান্নাগুলোর দলিল, যা প্রতিদিন আমাদের চারপাশেই ঘটে চলেছে। এই সংকলনে আমি চেষ্টা করেছি ভালোবাসার বহুমাত্রিক রূপকে তুলে ধরতে—যেখানে কখনও তা স্নেহময়, কখনও দুঃসহ, কখনও প্রতিবাদী, কখনও প্রশ্নবিদ্ধ। আমি বিশ্বাস করি, প্রেম শুধু রোমান্টিক গল্পে আবদ্ধ থাকে না; তা গৃহবধূর আত্মপরিচয়ে, একাকী প্রবাসীর নিঃশ্বাসে, মধ্যবয়সী নারীর অতৃপ্ত আকাঙ্ক্ষায়, বা সন্তানের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া মায়ের আত্মত্যাগেও খুঁজে পাওয়া যায়।