ভয়-ভীতি, শোষণ-বঞ্চনা এবং দুঃখ-কষ্টে মানুষ যে সর্বশেষ বস্তুটির আশ্রয় নিত, খোদা এবং ধর্মকে অস্বীকার করে কমিউনিজম তাও খতম করে দিয়েছে। পৃথিবীর যেখানেই কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে, ভয়-ভীতি, সন্ত্রাস এবং ব্যাপক রক্তপাত ঘটিয়ে সেখানেই মানুষকে ভেড়া-বকরী, জন্তু-জানোয়ারের পালে পরিণত করেছে। তাদের নিজেদের ইচ্ছা-স্বাধীনতা প্রয়োগের কোনো অধিকারই নেই। এ সকল অধিকার থেকে তারা পূর্ণ বঞ্চিত। সমাজে মানুষ যে উন্নত মানবিক মর্যাদা ও আদর্শ কামনা করে, তাও ছিনিয়ে নেওয়া হয়েছে।