মহান আল্লাহ তা'লা বলেন, "হে ঈমানদারগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল- যেমন তোমাদের আগেকার লোকদের দেয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।" (বাকারা ২: ১৮৩) এই আয়াতগুলি দ্বিতীয় হিজরীর শাবান মাসে নাযিল হয়েছিল, এবং পরের মাসে রমজানের রোজা রাখার বিধান আসলো। প্রথম বছরে কিছু ছাড় দেয়া হয়েছিল, এবং সামর্থ থাকা সত্ত্বেও রোজা না রেখে ফিদিয়া দেয়ার সুযোগ ছিল (বাকারা ১৮৩), কিন্তু পরের বছরের রোজার পূর্বেই তা রহিত করা হয় (বাকারা ১৮৫)। প্রথম বছরে সাহাবাদের মধ্যে কতজন এই ছাড় গ্রহণ করেছিলেন তা জানা যায় না, তবে অধিকাংশ রোজা রেখেছিলেন। সেই সময়ে মুহাজিররা এবং মদীনার আনসাররা ইসলাম গ্রহণ করে নিজেদের শহরকে ইসলামের হেড কোয়াটার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে সমস্যা ও দ্বন্দ্ব শুরু হয়েছিল।