নিশ্চয়ই মুসলমান (যারা ইসলামের প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে) পুরুষ এবং মুসলমান নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী (যারা নিজেদের কথা ও কাজে সত্য ও সততার অনুশীলন করে) পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল (যারা সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে) নারী। যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী সৎ কাজ করে এবং নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকে, তারা বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ এবং রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাযতকারী নারী। (যারা অবৈধ যৌনাচার থেকে নিজেদেরকে হেফাজতে রাখে) এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী। তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার (জান্নাত)। (সুরা আল আহযাব: আয়াত ৩৫)