এখানে প্রতিটি অধ্যায়ে আমাদের পূর্বসূরী সাহাবি, তাবেয়ী বা তাবে তাবেয়ী কিংবা ইসলামের বড় কোনো মুজাদ্দিদ ও মুহাদ্দিসের গল্প বলা হয়েছে। তারা কীভাবে কুরআন পড়তেন, কীভাবে কুরআনকে ধারণ করতেন এবং কুরআনকে জীবনের সাথে মিলিয়ে কীভাবে প্রয়োগ করতেন, সেই গল্পগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। মোট ৩০টি গল্প। যেহেতু গল্প, তাই আশা করা যায়, পাঠকেরা খুবই স্বস্তি নিয়ে বইটি পড়বেন।