নামকরা হার্ট সার্জন ডক্টর শেহরাজ অরণ্যের বিয়ে ঠিক হয় বাবার বন্ধুর একমাত্র মেয়ে সুবহার সঙ্গে। দুজন দুজনার মুখোমুখি না হলেও অরণ্যের হৃদয়ে তাকে ঘিরে বুনে উঠেছিল অগণিত স্বপ্নের রঙিন চাদর। কিন্তু হঠাৎ এক অজানা বিদায়ে ভেঙে যায় সেই স্বপ্ন। দিন অতিক্রম করল তার ছায়াপথ, বছরগুলো পেরিয়ে গেল নীরব গতিতে। সময়ের প্রবহমান ধারা বয়ে নিয়ে গেল অনেক কিছু, কিন্তু কিছু ব্যথা হৃদয়ের গভীরে তলিয়ে রয়ে যায় চিরকালের মতো। ভাগ্যের অদ্ভুত খেলায় আবারো মুখোমুখি হলো তারা। অরণ্যের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল সুবহার অবয়ব। কিন্তু সুবহা? সে তো চিনতেই পারল না অরণ্যকে। আস্তে আস্তে সুবহার মনে অরণ্যের প্রতি জন্ম নিল ভালোবাসা, কিন্তু অরণ্যের ভিতরে যে তখনও দাউদাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন! সম্পর্কের পথ কি এবার ভালোবাসার দিকে যাবে, নাকি পুরনো ক্ষতের আগুনে সব ভস্ম হয়ে যাবে?
" প্রাণ প্রণয়ণী " নামটা যেমন সুন্দর গল্পের চরিত্রগুলোও ঠিক তেমনি সুন্দর। সুন্দর হবেই না বা কেন আমার sasumom আফরোজা আঁখি লেখা বলে কথা। 🫣 অরণ্যের-সুবহার রোমান্স কিরন-কেয়ানের খুনসুটি সব মিলিয়ে গল্পটা অসাধারণ। সম্পর্ক তৈরি হয় আবেগ ভালোবাসা ভুল বুঝাবুঝি সবকিছু মিলিয়ে। যেটা এই গল্পে আফরোজ আঁখি খুব সুন্দর করে তুলে ধরেছে। 😊 আফরোজা আঁখি লেখা গল্পগুলো অলওয়েজ বেস্ট হয়, সেই প্রথম ফেসবুক গল্প থেকে ই-বিক পর্যন্ত তাঁর লেখা প্রত্যেকটা গল্পের চরিত্রের আমি ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর করে তিনি গল্প লেখে তাঁর গল্প পড়ে কখনো বোরিং লাগে না। 😌 তিনি যেমন সুন্দর গল্প লিখে তেমন তাঁর ব্যবহার এবং তাঁর সবচেয়ে ভালো একটা গুণ তিনি সবসময় তাঁর পাঠিকাদের বন্ধুসুলভ আচরণ করে। সবাইকে খুব অল্প সময়ে আপন করে নে। 🫶 সবশেষে বলবো আফরোজা আঁখি তুমি সব সময় এমনই থাকো। ভালো থাকো এবং আমাদের নতুন নতুন গল্প উপহার দাও। 💙
Read all reviews on the Boitoi app
Apuuuu tumkk kii bolee jj tnquu diboo boler bashaa naiii Hariyee pelsiii . etayy amr life e first e-book karoo kas thekee giftt pawaa. Jibonn kototuii baa hoyechee amrr butttt uponnash jogotee Aashar porr tmr kas theke e e-book Gift pawaa. Destinyy khubb valooo mnee hochee j konoo writer amii tumkk khub beshi dayy hoii naii cinsii j. But Ter majhee j ey some days ey j etoo boroo ektaa gift paboo. I'm speechless. Anywayy,apuniii golpoo porar agey rating + amrr motamott bolee dilamm cousee amii nirshondehee janii jj amrr akhipurr golpotaa justtt nirshondehee wow wow and awesome hbeeee. Love u apuniiiiiiii🫠🥺🥰
গল্পটা অসাধারণ হয়েছে আপু। ফেইসবুকে যখন এই জুটি নিয়ে গল্প লিখো সেই থেকেই এই জুটিটা আমা ফেভারিট অনেক ভাল্লাগে এদের নিয়ে পড়তে। বিশেষ করে কন্ট্রোল অরণ্য উফফ এটাকে এত্ত ভাল্লাগে আমার। এই গল্পের প্রত্যেকটা কাহিনি অসম্ভব সুন্দর হয়েছে আপু বিশেষ করে অরণ্যের কথাবার্তা সেই লেগেছে গো। তুমি অনেক সুন্দর করে লিখো ঠিক তোমার মতোই তুমি আমার ফেভারিট একজন লেখিকা তেমনি তোমার প্রত্যেকটা গল্প। গল্পটা নিয়ে যতই বলবো কম হবে তাই তোমার মেঘ'পাখির কাছ থেকে এতটুকু ভালোবাসাই নাও মাই লাভবার্ড🤍🕊️ তোমার গল্পের মতো তোমাকেও অনেক ভালোবাসি আঁখিপু অন্নেক🤍🥀 দোয়া ও ভালোবাসা রইলো আঁখিপু❤️🤍🕊️ এত সুন্দর ই-বুক গিফট করার জন্য তোমাকে এত্তগুলা উম্মাহ😘🫶 লেখালেখির যাত্রা দীর্ঘ হোক তোমার…✍️✍️
এটার ফেইসবুক এর গল্প টাও পড়েছি। আমার খুবই ভালো লেগেছে। এতো ভালো লেগেছে আমার অরণ্য-সুবহা জুটি। 🥰 আর আমাদের এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ইবুক আরও সুন্দর। 🥹।আর আমাকে তোমার পাঠিকা হিসেবে মনে রাখার জন্য থ্যাংকু। ইবুক টা দেখেই খুশি লাগছে। পড়লে তো মনে হয় মনে হাতুড়ি পেটা শুরু হবে🫠🫠🫠
গল্প পড়ার আগেই রেটিং দিয়ে রাখলাম। কারণ আঁখু সুন্দ্রীর উপর বিশ্বাস আছে। আর যেখানে দ্যা গ্রেট অরণ্য জান্স সে ই বুক আমি চোখ বন্ধ করে কিনবোও ওওওও😩❤️🩹
অনেক বেশি সুন্দর ছিলো,তোমার অন্য গল্পের মতোই সুন্দর বিশেষ করে অরণ্যের টক্সিক বিহেভিয়ার পরে আবার ভালোবেসে বুকে টেনে নেওয়া।অসম্ভব সুন্দর একটা ইবই, আদ্রীশ/মিহি–কিয়ান/কিরণ–অরণ্য/সুবহা বিশেষ করে অরণ্যকেই বেশি ভালো লেগেছে!!অরণ্যে বলা শেষের কথাটা দারুণ ছিলো --ধন্যবাদ--❤️
"প্রাণ প্রণয়িনী" আমার মন ছুঁয়ে গেছে। অরণ্য আর সুবহার গল্পটা যেমন আবেগ ভরা তেমনি অনেক টানাপোড়েনের। কখনো হাসায় আবার কখনো কাদাঁয়। লেখিকা এত সহজ ভাষায় এত সুন্দরভাবে ভালোসার আর ভুলবোঝাবুঝি গল্পটা লিখেছেন,পড়তে একটু ও বিরক্ত লাগেনি। আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ভালোবাসা আঁখিপু।🤍
সব মিলিয়ে অসাধারণ হয়েছে গল্পটা, অরণ্যর রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা আর তার লাগামহীন কথাবর্তা সব একদম জোশশশ, আর কিরণ আর কিয়ানের ঝগড়া খুনশুটি অনেক ভালো লাগছে,, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসার এতো সুন্দর একটা গল্পের জন্য।🥰😘
#রিভিউ #প্রাণ_প্রণয়িনী < ই-বুক > 'প্রাণ প্রণয়িনী' নামটা যেমন সুন্দর গল্পের কাহিনী আর চরিত্র গুলো ঠিক তেমনই সুন্দর,গল্পে আছে প্রেম, প্রতিশোধ আর ভালোবাসা,টান টান উত্তেজনা👀। নানা ঝড়ঝাপটা পেরিয়ে অরণ্য সুবহার এক হওয়া,,কিরণ আর কিয়ানের দুষ্টু মিষ্টি সম্পর্ক ঝগড়াঝাটি,, আদ্রীশ মিহির সুন্দর ভালোবাসা সবকিছুই অসম্ভব সুন্দর ছিলো,, ই-বুকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তবে ভালো লেগেছে।আমার পছন্দের অরণ্য বলে কথা ভালো তো লাগবেই🥺। সব থেকে বেশি যা ভালো লেগেছে অরণ্যের ছ্যাহ মার্কা কথা গুলো,,🤭🤭 মানে কন্ট্রোলেস অরণ্যের কাজ আর কথাবার্তা গুলো একটু বেশিই সুন্দর ছিলো।। সব মিলিয়ে সুন্দর একটা গল্প।।❤️☘️