ফাওযিয়ার চোখজোড়া দেখেই হাশিন শক্ত উষ্ণতায় ফাওযিয়ার উষ্ণ ধীরগতিতে শ্বাস নেওয়া অধরের ভাঁজ অধর এগিয়ে পরম মোলায়েম হাতের চাপ দিয়ে আচমকা ছেড়ে দিলো। ফাওযিয়া লজ্জায় নিভে গেলো যেনো। তার শরীরে উষ্ণতা জাগিয়ে এই নিকৃষ্ট মানব ছেড়ে দিয়েছে, এখন তার অবস্থা যেনো এই! কেনো স্পর্শ করলি? হ্যাঁ, এবার আমি নিজেকে সামলাব কেমনে? ফাওযিয়া চটজলদি বিছানার উপর থেকে শাড়ির প্যাকেট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হাশিন ঠোঁট ভিজিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠল, "আস্তে আস্তে ব্রাইড গার্ল নিজেই অধৈর্য হয়ে পড়বে।" হাশিন জ্বলন্ত হয়ে ছাই হয়ে যাওয়া দাগের দিকে তাকিয়ে বিছানার কাছে গিয়ে গা হেলিয়ে দিলো। পরণের শার্টটিও তার বউয়ের বুকে ছিল ভেবেই তার প্রসন্ন হাসি পেলো। সাদা টাইলার্সের উপর থেকে শার্টটি কুড়িয়ে নিয়ে বসল। বোতামের অংশ হতে বুকের খাঁজ থাকা পর্যন্ত ঘ্রাণ শুকল তার বউয়ের। রোজ রোজী ফ্লাওয়ার লাভার? উহুম, সাইনিং রোজ! তার বউয়ের শরীরে মাখিয়ে দিয়ে সেই ঘ্রাণ গাঢ় করে শুকার তীব্র আকাঙ্ক্ষা তার। কোনো একদিন সেই আকাঙ্ক্ষা ও পূর্ণ করবে সে নিজ হাতেই। শার্টটি নিয়ে আলনায় শুকাতে দিলো। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। চুল মুছতে মুছতে বের হলো ফাওযিয়া। হাশিন দেখেই শয়তানি হেসে বলল, "কী ব্যাপার? হাফ টার্চ করেছি আমি, ফুল টার্চ করার আগেই ওয়াশরুমের চার দেওয়ালের ভেতর নিজেই নিজেকে শান্ত করে ফেললে! ইটস রিয়েলি ব্যাড ব্রাইড গার্ল। দেখছো, কাঁধের জখমটা অব্দি শুকাতে দিলে না। এভাবে পানির অপচয় করতে নেই বুঝলে! গোসল সেরে পানি বাঁচানোর ইউনিক টেকনিক হলো হাজব্যান্ড ওয়াইফ টুগেদার শাওয়ার! কী বলো, কালকে থেকে নিয়মটা বরাদ্দ করে দিলাম!"
মাশাআল্লাহ মাশাআল্লাহ কী সুন্দর লেখনি আপু। আমি গল্পটার জন্য অপেক্ষায় থাকতাম। ফেসবুকে কবে আসবে আর যখন তুমি ইবুকে দেবে বলেছো তখন তো আমার খুশির অন্ত নেই যেনো অবস্থা। অনেক কষ্টে টাকা জমিয়ে কিনেছি আপু🥹 এমনিতে আমি একটু কিপ্টে ধরনের। তবে গল্পের থ্রিলারধর্মী সাইকোপ্যাথ গল্প পড়তে আমি একটুও পিছপা হই না এমন গল্প আরো লিখবেন প্লিজজজজজজজ! আর আমার তো এই গল্পের শেষে মুখোশ ব্যক্তি কে জেনে এতটা না অবাক হয়েছি কী বলব😬😳😳😳😳 সত্যি এটা আমি ধারণাইইই করতে পারিনি😬। ভেবেছিলাম আসল মুখোশ ঐ কিন্তু এখানে তো কাহিনি পাল্টে গেলো তাহলে কি আপু ফেসবুকের মধ্যে ও এমন কিছু দেখবো??? প্লিজজজ জলদি গল্প দিও ওয়েট করতে পারতেছি না। অনেক সেরা হাশিন ফাওযীয়ার জুটি। উফফ হাশিনের কথা ভাবলেই আমার যে কেমন লাগে🫣🙈
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে গল্পটা। তাহলে কী আসলেই মুখোশধারী লোকটা এই ব্যক্তি? ফেসবুকের মধ্যে আপনার সেই গল্পের অপেক্ষায় থাকি আপু। জলদি দিও প্লিজ! আমি তো ভাবতেও পারছি না। কেমনে সম্ভব? আপু ভালো লেখেছো অসাধারণ সাইকোপ্যাথ স্টোরি। খুব খুব ভালো লেগেছে।