ধরুন, চোখ ভর্তি ঘুম আর পেট ভর্তি ক্ষুধা নিয়ে মাঝরাতে ফ্রিজের দরজা খুললেন। ঢুলুঢুলু চোখে আচমকা দেখলেন—সেই ফ্রিজের ভেতর সাদা-নীলাভ আলোর মাঝে বরফের ধোঁয়া ওঠা একটা মানুষের বীভৎস কাটা মাথা, যেন জ্যান্ত দৃষ্টিতে আপনার দিকেই তাকিয়ে আছে। তখন অনুভূতি কেমন হবে আপনার? নিশ্চয়ই জ্ঞান হারাবেন? না। কারো কারো খড়গ, প্রচণ্ড রক্তপিপাসা নিয়ে মানুষের গাঢ় লাল রক্তের জন্য অপেক্ষা করে। কিন্তু, সবাই কি জ্ঞান হারায়? কারো কারো প্রার্থনায় থাকে এমন এক দেবী, যার বিচরণ শুধু রক্তভেজা পথে। কথিত আছে—এই দেবীই সেই সত্তা, যে স্বয়ং ঈশ্বরের অবাধ্য হয়ে নিজেই স্বর্গ ছেড়ে পৃথিবীর দখল নিতে এসেছে। যে ঈশ্বরের অবাধ্য, তার চোখে চোখ রাখার ক্ষমতা কি মানুষের আছে? চলুন পুরাণের এমন এক দেবীর গল্প শুনি—যার সৌন্দর্য স্বর্গীয় অথচ, চোখ ভর্তি নরকের আগুনের মতো ক্রোধ।