নিজের চাচাতো ভাইয়ের থেকে পাওয়া অস্বাভাবিক বিয়ের প্রস্তাবে অবাক হয়ে গেল নেহা। সে বুঝতে পারছিল না তার চেনা সেই রাগী, গম্ভীর আহির ভাই কেন তাকে এভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এদিকে নেহাকে চুপ দেখে আহির বলে, "কি রে, এভাবে চুপ হয়ে আছিস কেন? এমনি তো মুখ দিয়ে কথার ফুলঝুরি বের হয়, আজ তাহলে কি হলো?" নেহা নিজের হতবাক ভাব কাটিয়ে উঠে বলল, "আসলে আমি বুঝতে পারছি না কেমন রিয়্যাক্ট করা উচিত। তুমি আমায় বিয়ে করবে, এটা তো আমার কাছে কল্পনাতীত আহির ভাই!" আহির নেহার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বললো, "আসলেই এটা কল্পনাতীত। আমি তোর থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করি, কিসের কমতি আছে আমার? আমি দেখতে যেমন সুদর্শন, তেমনি ভালো জব করি। তোর থেকে হাজার বেটার অপশন ছিল আমার কাছে। তারপরেও আমার দুর্ভাগ্য দেখ, তোর মতো একটা গেঁয়ো ভূতকেই আমার বিয়ে করতে হবে।"