বিয়েটা পারিবারিকভাবে অথচ বাসর ঘরে বিয়ে নিয়ে আপত্তি উঠে। সংসার করবে কি করবে না— এসব নিয়ে জামাই-বউয়ের মধ্যে দ্বন্দ্বও শুরু হয়। এখন তারা সংসার ফেলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় নাকি উভয়ের মনে পবিত্র ভালোবাসা নবজন্ম লাভ করে? উত্তর পেতে পড়তে হবে দুটি গল্প— ‘শখের জামাই’ এবং ‘শখের বউ’।