এটা আমার প্রথম বই তাই আমি ফ্রি দিয়েছি। এখানে আমি যে গল্পটা লিখেছি সেটি হল নাটক মুভি। এখানে মারামারি রয়েছে একটি কবিতা আছে। এই গল্পে প্রথমে ভালোভাবে পরিচিতি পড়ে নিবেন। প্রথমে সুমির বাবা মা তার বড় ভাইয়ের বিয়ে ঠিক করে। পরবর্তীতে তুমির বাবা-মা ও তুমির বিয়ে ঠিক করে। তখন তুমি বলে না একদিন ভাববার জন্য সময় দাও। তখন তো আর বাবা মা দেয়। তখন তুমি স্কুলে যায়। তখন সাজেক টাকে জ্বালাতন করে তখন সুমি তাকে দুইটা থাপ্পড় দেয়। থাপরের কারণে ফেরাকাঙ্খিত হয়ে তার ভাইকে বলে তার বাবা-মাকে খুন করতে। তখন সুমির বাবা-মা তার বড় ভাইয়ের বিয়ে ঠিক করতে বের হয়। তখন রাস্তায় শ্যামলা গুলি করে তাদের কিন্তু লাগেনা। তখন তুমি তাদের ইচ্ছামত মারে। এতটুকুই থাক। গল্প পড়লেই তারপরে এটুকু বুঝতে পারবে।