জনপ্রিয় রকস্টার শুদ্ধ মেহেরাবের হবু বউ হবে সারা কবির। রকস্টার নিজেই এগিয়েছে এই বিয়েতে। কিন্তু সারা'র প্রতি তার তীব্র অনিহা। সারা'র হৃদয়ে যন্ত্রণার ছটাক পাহাড় গড়ে তুলে তবুও মানবের রমণীর প্রতি একটুখানি দয়া হয় না। এতই যদি সারা’র রকস্টার মহাশয়ের তার প্রতি অনীহা, তবে কেন বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ ধাপে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারলো সে? কি চায় রকস্টার মহাশয়? সারা'র শুদ্ধ ভাইয়ের মুখের সকল কথা কি সত্য? শুদ্ধ ভাই আদৌ শুদ্ধ তো? নাকি গোটাটাই অশুদ্ধ? গোটাটাই মোড়া মিথ্যার বেড়াজালে? কি রহস্য ঘিরে আছে শুদ্ধ ভাইয়ের জীবনজুড়ে? আদৌও জনপ্রিয় রকস্টার শুদ্ধ মেহেরাবের হৃদয়ে সারা'র কোনো অস্তিত্ব আছে কি? কি চায় সে? আদৌও শুদ্ধ-সারা'র মিলন হবে তো? সম্পূর্ণ হবে তো তাদের বিয়ে? জানতে হলে পড়তে হবে সারা'র অর্থাৎ “আমার রকস্টার মহাশয়” ই-বুকটি।
""আমার রকস্টার মহাশয়" এই গল্পে নামটা একদম স্বার্থক।একদম খাপে খাপ মিলে গিয়েছে। মাহী পাখি তুমি প্রতিটা গল্পের ন্যায় এই গল্পেও বাস্তবতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছ। এই জন্যই তোমার গল্প গুলো আমার এতটা পছন্দ। ক্ষমতার লোভে একজন মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে সেটা এই গল্পে স্পষ্ট। রকস্টার মহাশয় ওরফে শুদ্ধ ভাইয়ের ভালোবাসা তুলনা হয় না।এমন একজন জীবন সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যে শুধু মাত্র পরিবার কে রক্ষা করার বাহানায় সব ছাড়তে পারে। আসলেই পুরো গল্পটায় রকস্টার শুদ্ধ মেহেরাব একজন রহস্যময় চরিত্র। পুরো গল্পে দারুণ একটা থ্রিলার ভাইব আছে। আর শেষের টুইস্ট টা একদম অবিশ্বাস্য। এখন আসি প্রিয় চরিত্র বিশ্লেষণেরঃ শুদ্ধ মেহেরাবঃ 😍 সারা'র শুদ্ধ ভাই ওরফে রকস্টার মহাশয়। পুরো শুদ্ধ চরিত্র টাই একটা রহস্য। এই সুদর্শন মানবের সকল কাজ কর্ম রহস্যময়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে খুব চতুরতার সঙ্গে। পুরো গল্পে শুদ্ধ চরিত্রটার প্রেমে পড়ে গিয়েছি😍। সারা করিবঃ😍 গল্পের নায়িকা চরিত্র। তার রকস্টার মহাশয়,অশুদ্ধ ভাইকে ভীষণ ভালোবাসে।অথচ কোনো এক অজানা কারণে সে শুধু অবহেলা পায় শুদ্ধ'র হতে।সে কখনো গল্পে স্ট্রং কখনো আদুরে। সুফিয়া খালাঃ🥰 এই মহিলার কথা বার্তাগুলো শুনলে ভীষণ হাসি পায়। হাসির ছলে দারুণ বাস্তবতা ফুটে ওটে ওনার কথায়। সারা তাকে ভীষণ ভালোবাসে কিন্তু অপ্রত্যাশিত। সব চেয়ে ভালো লেগেছে কাজের লোক হলেও তাকে তা মনেই হয়নি গল্পে। শুদ্ধ'র মাঃ 🥰 স্বামী হারায় কাতর একজন সভ্য শান্ত মহিলা।অথচ বুকের মাঝে তার অজস্র ক্ষত। সারা এবং শুদ্ধ'র প্রতি তার অপরিসীম ভালোবাসা। ইসমাইল শাহঃ🙂 সারা'র বাবা।এমপি।তার কাজকর্ম অদ্ভুত। তামিম ইকবালঃ 🤨 অপজিট পার্টির একজন। তার আগমন গল্পের পুরো মোড় ঘুরে যায়। পুরো গল্পটা অসম্ভব সুন্দর হয়েছে মাহিরা আপু। তোমায় অনেক অনেক ভালোবাসা। থ্যাংকিউ এত সুন্দর এবং চমৎকার একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। ৫০ টাকা উসুল😍😘 রেটিংঃ ১০/৯🥰"
রকস্টার শুদ্ধ মেহরাব আর সারা কবির নামের মতোই চরিত্র দুটি ভীষণ সুন্দর। এই যে অশুদ্ধ পুরুষ সারা কে ভালোবাসে না বলে কতো আক্ষেপ কিন্তু সারার অগোচরে এই অশুদ্ধ পুরুষ তাকে কতটা ভালোবাসে সেটা না পড়লে জানতেই পারতাম না। সারার হুটহাট করা পাগলামী আর শুদ্ধ'র গম্ভীর ভাব টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এক কথায় ভীষণ সুন্দর 🌸
Read all reviews on the Boitoi app
ওয়াও,,, এত সুন্দর হইছে আপু গো কি বলব,,, অশুদ্ধ পুরুষ তো পুরো ফাটিয়ে দিছে,, 😍😍 শুদ্ধ মেহরাব অসাধারণ ব্যক্তিত্ব প্রকাশ করল,, কথা বলার স্টাইল,, রকস্টার মশাই পুরাই আগুন,, লাইন বাই লাইন রিভিউ দিতে মন চাইতাছে,, সত্যি বলতে তোমার লিখা অসাধারণ,, ইশশ লাস্ট এ অশুদ্ধ পুরুষ কি দুষ্টু দুষ্টু কথা বলল🙈🙈 সারাব তো পুড়া বাপ কা বেটা 🤣🤣 কি ঘোল খাওয়াইল,, অস্থির অস্থির সত্যি বলতে অসাধারণ হইছে তোমার গল্প টা,, সত্যি অনেক অনেক সুন্দর,,, ওদের কাবিন টা আমার খুব ভাল লাগছে,, সত্যি তো টাকা কি শোকেসে সাজিয়ে রাখবে,,, অশুদ্ধ আরও এক কাটি উপরে কস্ট দিলে খাওয়া বন্ধ,, এটা দারুণ ছিল 😁 খুব সুন্দর হইছে আপু 😍😍😍 পাখি আবার ধন্যবাদ আমাকে অশুদ্ধ পুরুষ কে গিফট করার জন্য 🥰 গিফট পেয়ে সত্যি আমি খুব খুশি,, রেটিং দিতে হলে ১০/১০ দিব পাখি
শুদ্ধ মেহরাব সারা কবির, নাম দুটোর মতো চরিত্র দুটোও অনেক ভালো লেগেছে। সুন্দর একটা গল্প আপি। আবারো মুগ্ধ করলে।
"আমার রকস্টার মহাশয়" এই গল্পে নামটা একদম স্বার্থক।একদম খাপে খাপ মিলে গিয়েছে। মাহী পাখি তুমি প্রতিটা গল্পের ন্যায় এই গল্পেও বাস্তবতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছ। এই জন্যই তোমার গল্প গুলো আমার এতটা পছন্দ। ক্ষমতার লোভে একজন মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে সেটা এই গল্পে স্পষ্ট। রকস্টার মহাশয় ওরফে শুদ্ধ ভাইয়ের ভালোবাসা তুলনা হয় না।এমন একজন জীবন সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যে শুধু মাত্র পরিবার কে রক্ষা করার বাহানায় সব ছাড়তে পারে। আসলেই পুরো গল্পটায় রকস্টার শুদ্ধ মেহেরাব একজন রহস্যময় চরিত্র। পুরো গল্পে দারুণ একটা থ্রিলার ভাইব আছে। আর শেষের টুইস্ট টা একদম অবিশ্বাস্য। এখন আসি প্রিয় চরিত্র বিশ্লেষণেরঃ শুদ্ধ মেহেরাবঃ 😍 সারা'র শুদ্ধ ভাই ওরফে রকস্টার মহাশয়। পুরো শুদ্ধ চরিত্র টাই একটা রহস্য। এই সুদর্শন মানবের সকল কাজ কর্ম রহস্যময়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে খুব চতুরতার সঙ্গে। পুরো গল্পে শুদ্ধ চরিত্রটার প্রেমে পড়ে গিয়েছি😍। সারা করিবঃ😍 গল্পের নায়িকা চরিত্র। তার রকস্টার মহাশয়,অশুদ্ধ ভাইকে ভীষণ ভালোবাসে।অথচ কোনো এক অজানা কারণে সে শুধু অবহেলা পায় শুদ্ধ'র হতে।সে কখনো গল্পে স্ট্রং কখনো আদুরে। সুফিয়া খালাঃ🥰 এই মহিলার কথা বার্তাগুলো শুনলে ভীষণ হাসি পায়। হাসির ছলে দারুণ বাস্তবতা ফুটে ওটে ওনার কথায়। সারা তাকে ভীষণ ভালোবাসে কিন্তু অপ্রত্যাশিত। সব চেয়ে ভালো লেগেছে কাজের লোক হলেও তাকে তা মনেই হয়নি গল্পে। শুদ্ধ'র মাঃ 🥰 স্বামী হারায় কাতর একজন সভ্য শান্ত মহিলা।অথচ বুকের মাঝে তার অজস্র ক্ষত। সারা এবং শুদ্ধ'র প্রতি তার অপরিসীম ভালোবাসা। ইসমাইল শাহঃ🙂 সারা'র বাবা।এমপি।তার কাজকর্ম অদ্ভুত। তামিম ইকবালঃ 🤨 অপজিট পার্টির একজন। তার আগমন গল্পের পুরো মোড় ঘুরে যায়। পুরো গল্পটা অসম্ভব সুন্দর হয়েছে মাহিরা আপু। তোমায় অনেক অনেক ভালোবাসা। থ্যাংকিউ এত সুন্দর এবং চমৎকার একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। ৫০ টাকা উসুল😍😘 রেটিংঃ ১০/৯🥰