—"কিছু লাগবে ডাক্তার সাহেব?" অর্ণবে ঠোঁট কাঁমড়ে মাথা নাড়লো, ভীষণ আস্তে বলল, —"নাহ, তেমন কিছু লাগবে না। আপনি কি খুব বিজি?" চোখ পিটপিট করে তাকালো নিশিতা। সে তো বিছানা গোছগাছ করছিল, এটাকে কি ব্যস্ততা বলা যায়? নাহ! তাই নিশিতা দুদিকে মাথা নেড়ে বলল, সে মোটেই ব্যস্ত নয়। অর্ণব ঠোঁট কামড়ে হালকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিশিতা খুব সহজেই বুঝতে পারল, ডাক্তার সাহেব একটু যেন অস্বাভাবিক রকম গম্ভীর হয়ে আছেন আজ। সে আবারও জিজ্ঞেস করল, —"আপনি ঠিক আছেন তো?" অর্ণব একটু গলা পরিষ্কার করল। কণ্ঠে জড়তা নিয়ে বলল, —"জ্বি... মানে.... হ্যাঁ। আসলে ঠিক আছি। কিন্তু একটা ব্যাপার ছিল..." সে কথা বলতে বলতে আবারও হাত দুটো পেছনে রাখলো। নিশিতা এবার বেশ সতর্কভাবে তাকালো। দৃষ্টি উঁচু করে জিজ্ঞেস করে বসল, —"আপনার হাতে কী আছে?" অর্ণব চমকে গেল। চোখ কপালে তুলে বলল, —"ক... কিছু না তো!" —"পেছনে তো হাত রেখেছেন। আর ভীষণ গম্ভীর হয়ে দাঁড়িয়েছেন আমার সামনে। তারমানে কিছু একটা তো আছেই।" অর্ণব এবার এমনভাবে কেশে উঠল যেন ভয়ে পেয়েছে ভীষণ। তার এমন অবস্থা দেখে হাসি পেল নিশিতার। এই লোকটা নাকি নিরামিষ! সে নাকি অনেক একঘেঁয়ে। কই? এইযে নিশিতার যে চরম হাসি পাচ্ছে, এটার দায় কি অর্ণব শেখের নয়? অর্ণব এবার কপালের ঘাম মুছে বলল, —"মানে... আসলে... এভাবে দেওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছি না। আপনার খারাপ লাগবে না তো?" নিশিতা কপাল কুঁচকে অবাক গলায় বলল, —"খারাপ লাগবে? কেনো? কিছু খারাপ জিনিস হাতে এনেছেন নাকি?" অর্ণব এবার নিজেই চমক খেল, দুদিকে তৎক্ষনাত মাথা নেড়ে বলল, —"না, না, খারাপ জিনিস না। তেমন খারাপ জিনিস না আর কি। কিন্তু....." বলতে বলতেই একটু হাসল অর্ণব, না হেসে পারল না। তারপর ভীষণ ধীরে ধীরে, নিঃশ্বাস আটকে রাখা ভঙ্গিতে পেছন থেকে হাতটা সামনে আনল। সে হাতের মুঠোয় একটা ছোট, নীল রঙের ফিতা দিয়ে মোড়ানো প্যাকেট। সাথে একটা বড় শপিং ব্যাগ। নিশিতা বিস্ময়ে তাকাল। —"এটা কী?" অর্ণব চোখ নামিয়ে বলল, —"খুব ছোট কিছু। মানে, মা বলছিল বিয়ের প্রথম রাতে নাকি কিছু একটা দিতে হয়। তো আমি তো গতকাল কিছু দিইনি আপনাকে। এইজন্যই আমি চাচ্ছিলাম আপনার হাতে এটা দিই, যদি আপনি রাখেন... মানে, না বললেও চলে.. কিন্তু....." নিশিতা এবার পুরো হতবুদ্ধি। এই মানুষটা এতটা গম্ভীর, এতটা হিসেবি, যে সামান্য জিনিস দিতে এমন মিনমিন করছিল। আর সবচেয়ে বড় কথা, আজ অর্ণব শেখ নিজেই একটা উপহার দিচ্ছে? তার মনটা কেমন যেন ধক করে উঠল। সত্যিই এটা কি শুধু অসস্তি? নাকি, অন্যকিছু? বুকের বাঁদিকে যেন একটা পাখি ডানা ঝাপটাতে শুরু করেছে।
গল্পটা সত্যি অসাধারণ ছিলো
Read all reviews on the Boitoi app
শুরুতেই তোমাকে ১০০টা উম্মাহ রোজাপু এত্ত কিউট একটা ই-বুক গিফট করার জন্য😘🫶 #রিভিউ #মেঘ'বালিকার প্রেমপত্র [এটা যেমন একটা গল্পের নাম তেমন আমার ইমোশন ও] গল্পটার নাম শুনে গল্পটা না পড়েই গল্পের নামেরই প্রেমে পরেছিলাম আপু। এই গল্পের নামটা আমার এত ভাল্লাগতো কি বলবো আমি ভাবতাম গল্পের নাম যখন এত কিউট গল্পটা না জানি কত কিউট হবে আসে আমার ভাবনা থেকেও গল্পটা বেশি কিউট আর সেই কিউটনেস গল্প পড়ার দ্বিগুণ ভাবে অনুভব করছি রোজাপু। গল্পটা একেবারে সাধারণ কিন্তু এই সাধারণ গল্পের মধ্যেও অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে তা না পড়লে বুঝতামই না। গল্পের প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা কাহিনি প্রত্যেকটা নাম কি বলবো জাস্ট অসাধারণ। গল্পের লিংক চরিত্র এত নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছো যে মন থেকে একটা ভালো লাগার ছোঁয়া আসে। গল্পটা একেবারে সাদামাটা ভাবে উপস্থাপন করছো কিন্তু এই সাদামাটা গল্পের মধ্যেও সবথেকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছো (আনিকা★নিশিতার) ফ্রেন্ডশিপ টা। এদের ফ্রেন্ডশিপটা প্রতি পদে পদে মুগ্ধ করেছে আমায় আর বিশেষ করে মুগ্ধ হয়েছি অর্ণবের ব্যবহারে। নিশিতার সাথে ওর ব্যবহার টা দারুণ ছিলো যখন আপনি সম্বোধন করতো মন থেকে একটা ভালো লাগার ছোঁয়া আসতো এত বড় ডক্টর হয়ে এতটা সাদামাটা অকল্পনীয়। গল্পটা সব মিলিয়ে যেমন ভাল্লাগতো তেমনই গল্পের অন্যতম একটা চরিত্র ছিলো অহন যদিও কম সময় কিন্তু অহনের জন্য গল্পে একটা প্রাণ ছিলো মনে হতো ওর জন্য গল্পটা বিনোদন মূলক হয়ে উঠেছিলো প্রত্যেকটা কথায় খশির ঝিলিক থাকতো যা দ্বিগুণ ভাবে আন্দদিত করতো আমায়। গল্পে প্রত্যেকটা চরিত্রের বিশেষ করে অর্নব নিশিতার কেমিস্ট্রিটা অসাধারণ ছিলো কেমন ধোয়াশায় মুড়ানো কিন্তু অকল্পনীয় সৌন্দর্য বিরাজ করতো। অহন আনিকার কেমিস্ট টাও দারুণ ছিলো রোজাপু এক কথায় সব মিলিয়ে গল্পটা অসাধারণ ছিলো।🤍🕊️ ধন্যবাদ দিয়ে ছোট করবো না রোজাপু তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমার লিখালিখির যাত্রা আরও দীর্ঘ হোক……✍️✍️ আর পার্সোনালি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো গো…🥳🥳
সুন্দর। নরম, মিষ্টি একটা ভালোবাসার গল্প। এভাবে যদি সব গম্ভীর মানুষগুলোর জীবনে একজন মেঘবালিকা থাকতো,জীবন কতইনা সহজ হতো। ভালোবাসা আপু❤️
অনেক সুন্দর হইছে! আমার পড়া বেস্ট বইয়ের একটা😍💖