আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ আরব দেশের মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন। কুরআনে একে 'উম্মুল কুরা' বা 'আদি জনপদ' বলা হয়েছে। ভৌগোলিক দিক থেকে তিনদিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইলব্যাপী আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রভূমি। এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময়, যার পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে আরব সাগর (যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ) এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের সাথে যুক্ত, এবং এখানে সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল।