একজন নিঃসঙ্গ বিজ্ঞানী একটি টাইম রিফট আবিষ্কার করে—যা তাকে নিয়ে যায় এমন এক সমান্তরাল জগতে, যেখানে সে নিজেকেই দেখতে পায়। কিন্তু সেই আরিফ শুধু অন্য কেউ নয়, বরং এক ভয়ঙ্কর ভবিষ্যৎ সংস্করণ, যে তাকে এবং এই ইউনিভার্সকে মুছে ফেলতে এসেছে। গল্পটি সময় ভাঙনের মধ্যে দিয়ে অস্তিত্ব, স্মৃতি ও আত্মপরিচয়ের গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন তোলে। দুটি টাইমলাইন—একটি বিজ্ঞান ও বাস্তবতা ঘেরা, আরেকটি স্মৃতি ও মানসিক দোলাচলে ভরা—পরস্পরের সাথে গাঁথা। গল্প বোঝার জন্য পাঠককে নজর দিতে হবে প্রতিটি ছোট সংকেত, প্রতিটি বিকৃত স্মৃতি, এবং সেই রহস্যময় Narrator-এর দিকে, যে একসময় সরাসরি পাঠককেই প্রশ্ন করে: "তুমি কি সত্যিই তুমি?" এটি শুধু একটা গল্প নয়, বরং একটা আয়না, যেখানে তাকালে তুমি হয়তো নিজেকেই হারিয়ে ফেলবে...
Wow! 🇧🇩✅
Read all reviews on the Boitoi app
অসাধারণ
এক কথায় অসাধারণ। 😊
What a story ☠️
Bro Just Mind Blowing Story❤️🔥❤️🔥❤️🔥