ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে চললাম গন্তব্যে। সেখানে গিয়ে আরেক দফা হতাশ হতে হলো। যাকে দেখাই সেই পাতা হাতে ঢেলে ঘ্রাণ নেয়ার সেই পুরোনো পথে হাটে কিন্তু কাজের কাজ কিছুই হয়না। মধ্য থেকে চা-পাতা যেটুকু অবশিষ্ট ছিলো তাও প্রায় শেষ। ধমকে বললাম পাতা বের করা যাবে না। বাইরে থেকে চেহারা দেখে বলেন এই পাতা আছে কিনা।
গল্পটি অনেক ভালো লেগেছে, আমি শেষেরটুকু পড়ে হাসতে হাসতে মরে গেছি
Read all reviews on the Boitoi app