সাম্প্রদায়িক শক্তি সমাজে শিকড় গেড়ে বসেছে। তারা নিয়ন্ত্রণ করছে পাঠ্যপুস্তক, মিডিয়া, সমাজ ও রাষ্ট্র। বিভিন্ন বিধি-নিষেধের মধ্যে সামান্য কিছু লেখা যাচ্ছে সামাজিক মিডিয়াতে। সেখানকার ছোট পরিসরের লেখা মানুষের ভিতরে আলো প্রবেশের জন্য পূর্ণ বার্তা দিতে পারে না। আবার লিটলম্যাগ ও ত্রৈমাসিকগুলোর প্রচারও সীমিত। এই বদ্ধ সমাজ পরিবর্তনের জন্য বিস্তর ও বিস্তারিতভাবে কথা বলা দরকার। সে লক্ষ্য নিয়েই বিভিন্ন দার্শনিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ^র, ধর্ম ও দর্শন নিয়ে আলোকপাত করা হয়েছে। অসংখ্য দার্শনিক মত ও বহু ধর্মদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধর্মান্ধ সমাজের কাঠামো এবং তা থেকে উত্তরণের কথা বইটিতে বলা হয়েছে। সৃষ্টিবাদের বিপরীতে বিবর্তনবাদকে তুলে ধরা হয়েছে। সমাজ পরিবর্তনে এবং একটি যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইটি ব্যাপক ভূমিকা রাখবে।