ভালোবাসার প্রতিশ্রুতি লেখকঃ স্নেহ হোসেন অর্জুন, এক পরিশীলিত চাকুরিজীবী, শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে ধনী ব্যবসায়ীর কন্যা অদিতিকে। দুজনেই ব্যস্ত কেনাকাটা ও প্রস্তুতিতে। কিন্তু হঠাৎ এক সন্ধ্যায়, অর্জুন পায় একটি ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজ— “কেমন আছো?” পুরনো প্রেমিকা পূজার কাছ থেকে। পাঁচ বছর আগে ভালোবাসার গভীর সম্পর্ক হঠাৎ একটি ভুল বোঝাবুঝি ও অভিমানে ভেঙে যায়। পূজা চলে যায় অর্জুনের জীবন থেকে চিরতরে। কিন্তু আজ হঠাৎ ফিরে এসেছে এক ফেলে আসা আবেগ নিয়ে। পূজার গল্প শুনে অর্জুন জানতে পারে, অপূর্ব নামক ধনী স্বামীর সাথে অত্যাচার ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে ডিভোর্স নিয়ে পূজা ফিরে এসেছে দেশে— শুধুই অর্জুনের কাছে, সেই পুরনো ভালোবাসায় আশ্রয় খুঁজতে। শেষ দৃশ্যে, অর্জুন অদিতিকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে জানায়— সে তার দেওয়া ভালোবাসার প্রতিশ্রুতি ভাঙতে পারবে না।