মাদক মামলায় জামিন শুনানি চলছে। হ্যাংলা-পাতলা গড়নের যুবক অবিনাশকে সামান্য গাজাসহ হাতেনাতে গ্রেফতার করেছেন পুলিশ। তার জামিনের জন্য দাঁড়িয়ে আছেন শহরের প্রখ্যাত আইনজীবী প্রফুল্ল বাবু। জামিন শুনানির এক পর্যায়ে একঘেয়েমি আইনি কথার মাঝে শুরু হয় বিচারক-আইনজীবীর রম্য কথামালা। সেগুলো পড়তে পড়তে পাঠকের মনে হবে, এ যেন আপনার আদালতেই শুনানি চলছে।