দুপুর ৩টা ১০ মিনিটে যমুনা নদীর কোলঘেঁষে পুরাতন আম বাগানের সামনে পাওয়া গেল একটি লাশ। ভিকটিমের হাতে ব্রেসলেটে খোদাই করা ছিল 'Number Four'। তার মানে কি, এর আগেও আরও লাশ আছে, নাকি এর পরে আরও লাশ আসতে চলেছে?? ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ভিকটিমের শার্টের পকেটে রাখা ছিল একটি সবুজ পাতা। যাতে লেখা ছিল 'মেশকাম্বরী'। আশ্চর্যের হলো, উক্ত পাতাটি ইউরোপের একটি বিখ্যাত গাছ 'হাঙ্গারি' গাছের পাতা। যে গাছগুলোর বয়সই থাকে প্রায় ৩০০ বছর। তবে কে এই মেশকাম্বরী?? খুনিটা কে?? অদ্ভুত বিষয় হলো, ভিকটিমের গায়ে একটি মাত্রও আঁচড় নেই। তবে তাকে হত্যা করা হয়েছিল কিভাবে?? সে কি খুনির সাথে হাতাহাতি করেনি?? কেন একটুও চোট লাগল না??
এত সুন্দর একটা গল্প! লারা আপুর গল্প বরাবরই মারাত্মক রকমের সুন্দর হয়।পড়া শেষ করে মনে হচ্ছে যে আরও বেশি যদি পড়তে পারতাম,এত্ত সুন্দর গল্পটা যদি শেষ না হতো।🥹❣️
Read all reviews on the Boitoi app