উইঘুর ভাষা আলতাইক ভাষার তুর্কি পরিবারের অংশ। এটি উজবেক ভাষা এবং পূর্ব তুর্কি উপভাষা সহ তুর্কি ভাষার উইঘুর-চাগাতাই শাখার অংশ। উইঘুর সাহিত্য ঐতিহ্যগতভাবে আরবি লিপিতে লেখা হতো। ১৯৩০ সালে একটি পরিবর্তিত ল্যাটিন বর্ণমালা গৃহীত হয়েছিল এবং ১৯৪৭ সালে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি পরিবর্তিত সিরিলিক বর্ণমালা গৃহীত হয়েছিল। চীনে আরবি লিপিটি ২০ শতকে উইঘুর লেখার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে, যদিও ১৯৬৯ সালে একটি সংশোধিত ল্যাটিন বর্ণমালা চালু করা হয়েছিল। আরবি লিপিটি ১৯৮৩ সালে পুনঃপ্রবর্তন করা হয়েছিল এবং এটি তখন থেকেই আনুষ্ঠানিক উইঘুর লেখার পদ্ধতি।