যখন তারভিয়ার দিন, অর্থাৎ ৮ই যিলহজ্জ আসবে, তখন ইহরাম থেকে মুক্ত মক্কায় অবস্থানরত বহিরাগত হাজীগণ এবং হজ্জ পালনে ইচ্ছুক মক্কাবাসীগণ নিজেদের অবস্থানস্থল থেকেই হজ্জের ইহরাম বাঁধবে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবাগণ বিদায় হজ্জের সময় মক্কার 'আবতাহ' নামক স্থানে অবস্থান করে এবং রাসূল (সা.)-এর নির্দেশে তারভিয়ার দিন (৮ই যিলহজ্জ) সেখান থেকেই হজ্জের ইহরাম বাঁধেন। তিনি তাঁদেরকে বায়তুল্লাহর নিকট অথবা মীযাবের নিকট থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেননি এবং বিদায়ী ত্বাওয়াফ করারও কোন নির্দেশ দেননি। নবী (সা.) ও তাঁর সাহাবাগণের অনুসরণের মধ্যেই সমূহ কল্যাণ নিহিত রয়েছে। হজ্জের জন্য ইহরাম বাঁধার সময় গোসল করা, পরিস্কার-পরিচ্ছন্ন হওয়া এবং সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, যেভাবে মীক্বাতে ইহরাম বাঁধার সময় করা হয়।