ইসলামে নারী অধিকার ও জীবন ব্যবস্থার মূল বিষয়বস্তু আল্লাহর দেওয়া জীবন বিধান আল কোরআন এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিস থেকে নেওয়া হয়েছে। “Islam is the name of a perfect way of life and social system” - (‘ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ও সমাজ ব্যবস্থার নাম”)। ইসলাম নারী জাতি ও নারী সমাজ তো দূরের কথা, কোন প্রাণীকূলের প্রতিও এক কিঞ্চিত জুলুম বা অবিচার করেনি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলবো, “ইসলাম নারীদের কোন দিক দিয়ে ঠকায়নি, করেনি তাদের কণা পরিমাণ ও অধিকার খর্ব। বরং পুরুষের তুলনায় ইসলাম নারী সমাজকে কেবল অধিকার নয়, সমান অধিকার নয়, বরং প্রতিটি ক্ষেত্রে দিয়েছে অগ্রাধিকার। এ সম্পর্কে পাঠে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।