একবার সম্রাট শিকারের জন্য তার রাজ্যের জঙ্গলে যাচ্ছিলেন। একটি জমকালো শোভাযাত্রার আয়োজন করা হয় এবং সম্রাট স্বর্ণালংকারে সুসজ্জিত অগ্রণী হাতিটির উপর আরোহণ করেন। হাতিটির দুপাশে দুটি রৌপ্য ঘণ্টা ঝুলানো ছিল, যা তার প্রতি পদক্ষেপে বেজে উঠত। তার উপরে ছিল একটি সমৃদ্ধ ব্রোকেডের কাজ করা লাল ছাতা, যা উজ্জ্বল সূর্যের আলোতে চকচক করছিল। রাজপ্রাসাদ থেকে বের হওয়া এই রাজকীয় যাত্রা দেখার জন্য প্রজারা রাস্তায় এসে ভিড় জমায়।