এখানে বুঝা যাবে বাপ মেয়ের জন্য কতটা জরুরী। তাছাড়া এটি একটু মুভির স্টাইলের। এখানে সব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। করলেই বুঝবেন। এবং এটি একটি গ্রামের কথা। যেখানে শয়তান গ্রাম শাসক ছাড়া, সকলের বাড়ি টিনসিট। যা একটি কলোনির মত দেখতে। কিন্তু পরবর্তীতে সেটা পরিবর্তনের জন্য সুমন একটি বুদ্ধি দিল সবাইকে। আবার পরে গ্রাম শাসক কে মারার জন্যও সে একটি বুদ্ধি দিল। রাতে সে সবার কাছে অসাধারণ হয়ে গেল।