খুতবাতুল হারাম একটি মূল্যবান ইসলামিক গ্রন্থ, যেখানে মক্কা ও মদিনার পবিত্র হারাম শরীফে প্রদত্ত জ্ঞানগর্ভ খুতবাগুলোর সংগ্রহ সংকলিত হয়েছে। এই খুতবাগুলোতে তাওহীদ, রিসালাত, তাকওয়া, নৈতিকতা, সমাজসংস্কার এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কুরআন-হাদীসের আলোকে সংক্ষিপ্ত ও গভীর বাণীগুলো পাঠকের আত্মশুদ্ধি, চিন্তাচেতনায় ইতিবাচক পরিবর্তন এবং দ্বীনি দিকনির্দেশনা লাভে সহায়ক। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি উপকারী ও হৃদয়স্পর্শী গ্রন্থ।