আজকের বিশ্বের প্রধান দ্বন্দ্ব মানুষের সাথে মানুষের নয়, কার্বনের সাথে সিলিকনের। অন্তিম পরাজয়ের পূর্বে এই দ্বন্দ্ব সম্পর্কে ডিজিটাল বিশ্বের প্রতিটি কার্বন সত্তার জানা প্রয়োজন। মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে। আমরা এমন একটি সময়ে অবস্থান করছি, যেখানে আমাদের তৈরি টুলস আমাদের থেকে কয়েক মিলিয়ন বেশি ক্ষমতাবান। মানুষ পারমাণবিক বোমা তৈরি করেছিল, কিন্তু পারমাণবিক বোমার উপর মানুষের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ছিল। একটি পারমাণবিক বোমার চিন্তা, গবেষণা, সৃষ্টিশীলতা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। হুট করে একটি পারমাণবিক বোমা সিদ্ধান্ত নিতে পারে না, "আমি বাংলাদেশে বিস্ফোরিত হব।" কিন্তু মানুষ আজ এমন একটি বোমা ডেভেলপ করেছে, যেটি নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। যে ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করতে পৃথিবীর সকল মানুষের ৩০,০০০ বছর সময় লেগেছিল, একটি এআই-এর কাছে তার থেকে কয়েক মিলিয়ন বেশি ডেটা তৈরি হচ্ছে।