মহাগ্রন্থ আল কুরআন মানবজাতির জন্য আল্লাহপাকের নাজিলকৃত সর্বশেষ হেদায়াত। কুরআন প্রসঙ্গে আল্লাহ নিজেই বলেন, ‘এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ’—আলে ইমরান ১৩৮। এটি মানুষের জন্য দয়াময় আল্লাহ তায়ালার বড় নেয়ামত। ‘পরম দয়ালু (আল্লাহ), তিনি তোমাদের কুরআন শিক্ষা দিয়েছেন’—আর রহমান ১-২। মুহাম্মদ (সা)-এর ওপর অবতীর্ণ হওয়ার পর থেকেই এই কুরআনকে জানা ও বোঝার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয়তম নবি মুহাম্মদ (সা) বলেছেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম, যে কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়।