এদেশের সকল নাগরিক, সবাই, সমান অধিকারের দাবিদার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে, ধর্মীয় উগ্রতার কোন ঠাঁই নেই। তাই কেউ যদি ধর্মীয় উগ্রতা নিয়ে কিছু করার চেষ্টা করে, তাহলে তা হবে বাতুলতা মাত্র। একজন হিন্দু আমাদের লোক, একজন বৌদ্ধ আমাদের লোক, একজন খ্রিস্টান আমাদের লোক; পাশাপাশি বসবাসের সূত্রে, তারা আমাদের সেই সম্পর্কে বিরাজমান থাকেন আবহমানকাল থেকে, প্রতিবেশী সুলভভাবে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা যারা করবে, তারা কখনোই এদেশে শিকড় গাড়তে পারবে না। দেশের শান্তিপ্রিয় জনগণ কখনোই তা মেনে নেবে না। যে ঘাতক, বা যারা নৈরাজ্য করে, যারা ধর্মের নামে হানাহানি, মানুষ হত্যা করে, তাদের শাস্তি প্রদান করা এদেশের রাষ্ট্রীয় দায়িত্ব। ঘাতকের কোন, জঙ্গির কোন, হত্যাকারীর কোন দল নেই, সংগঠন নেই।