লোকটার গায়ে ওভারকোটের মতো হাঁটু পর্যন্ত লম্বা ধবধবে সাদা পোশাক। শীত থেকে রক্ষার জন্যই বোধহয় এই পোশাক। অন্ধকারে চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরেও লণ্ঠনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে লোকটার চেহারায় কেমন দরবেশ-দরবেশ ভাব আছে। গায়ের রঙ শ্বেতি রোগীদের মতো সাদা। প্রশস্ত কপালের প্রান্তভাগ থেকে উল্টিয়ে আঁচড়ানো ঘাড় পর্যন্ত লম্বা চুল। বুক পর্যন্ত লম্বা দাড়ি। ভাসা-ভাসা উদাসী চোখ। মেয়েদের মতো ঘন কালো দীর্ঘ আঁখিপল্লব। ওসামা বিন লাদেনের মতো লম্বা নাক, লম্বা মুখমণ্ডল।
স্বপ্নের মতো স্বপ্নিল মুগ্ধতায় আচ্ছন্ন অনবদ্য এক যাত্রা। মনে হয়েছে দৃশ্যপটগুলো যেন নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। অনেক দিন হয়তো এই গল্প মাথায় গেঁথে রইবে। ধন্যবাদ!
Read all reviews on the Boitoi app