ইসলাম, দেড় মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এটি একটি একেশ্বরবাদী বিশ্বাস, যা ইবরাহিমী ধারার সদস্য। ইসলামের নামকরণ একটি সার্বজনীন ধারণার ভিত্তিতে, যা আল্লাহ তায়ালার ইচ্ছার কাছে আত্মসমর্পণ বোঝায়। ‘মুসলিম’ শব্দটি ইসলামের প্রতি অনুগত ব্যক্তিকে বোঝায়, যার অর্থ ‘যিনি আত্মসমর্পণ করেছেন’ আল্লাহর কাছে। ইসলামের মৌলিক বার্তা ‘লা ইলাহা ইল্লাহ’ এর মধ্যে নিহিত, যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদাতের উপযুক্ত কেউ নেই।