আল-কুরআন নিঃসন্দেহে বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ, আবার অর্থ না বুঝে পঠিত গ্রন্থের তালিকায়ও এটি এক নম্বরে! তবে, না বুঝে পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এই গ্রন্থ পড়ার পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করেন না। কিন্তু, অর্থ বুঝে কুরআন পড়া এবং না বুঝে পড়া কি এক? আল্লাহ বলেন, "আমি কুরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্যে। অতএব, কি কোন চিন্তাশীল আছে?" [৫৪:১৭] কুরআন বুঝে পড়ার এই লক্ষ্যকে সামনে রেখে এই বইটি একটি সফরের সূচনা করবে, যা আপনাকে লক্ষ্যে পৌঁছানোর কিছু সহজ পথ বাতলে দেবে।