আমাদের এই যে স্রষ্টা এবং আমরা নগন্য সৃষ্টি। এর মাঝের প্রধান মেলবন্ধন হলো নামাজ। নামাজের যেমন ধর্মীয়, আধ্যাত্মিক উপকারিতা ও গুরুত্ব রয়েছে, তেমনি আরো বহুমাত্রিক নানা উপযোগিতা রয়েছে। নামাজকে আমাদের এই সমাজ বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ধর্মীয় একটি অনুশাসন হিসেবে উপস্থাপন করেছে। নামাজ পড়লে এত এত সাওয়াব, এটা বলে যেমন এর জন্য ভালোবাসা ও ভক্তি এবং তার সাথে সাথে উৎসাহ সৃষ্টির প্রয়াস পেয়েছে, তেমনি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আগুনে পুড়তে হবে এমন ভয়ও দেখিয়েছে। অন্যদিকে, নামাজের নানা পার্থিব উপকারিতা, জাগতিক সাফল্যে এর অনবদ্য অবদান তেমন প্রচার না পাওয়ায় সাধারণ মুসলমানের কাছে নামাজ মূলত পরিণত হয়েছে এক আধ্যাত্মিক উপাসনা, যা দিয়ে মানুষের ধর্মীয় আধ্যাত্মিকতা, পারদর্শিতা বিবেচিত হচ্ছে।