আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে এবং অনুকম্পায় আমি দীর্ঘদিনের লালন করা "মসজিদ" নামক পুস্তকটি সম্পন্ন করতে পেরেছি। আমার দ্বিতীয় বইটি প্রকাশিত হতে যাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহ তা'আলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুস্তিকাটি লিখতে গিয়ে আমার জ্ঞানহীনতার কারণে দীর্ঘ সময় অতিক্রম করতে হয়েছে এবং লিখতে ভয় পাচ্ছিলাম। বর্তমান সমাজে কিছু মসজিদ রয়েছে, যেগুলোর বাস্তবতা আমাকে ভাবিয়ে তুলেছে, এবং মসজিদের হক আদায় করতে পারলে আমাদের সমাজ পরিবর্তনের জন্য বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। বইটি লেখার সময় আমার প্রিয় মা এবং আব্বার অবদান আমাকে অনুপ্রাণিত করেছে, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।