এটি মূলত ঢাকা শহরে জুমার দিনে খতিব মহোদয়দের প্রদত্ত খুতবার শ্রুতিলিখন। জুমার খুতবা খতিব মহোদয়দের এক সপ্তাহের পড়াশোনা ও চিন্তাভাবনার ফসল। তাঁরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার জন্য বলেন। মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা তাঁদের নসিহত। এই খুতবা প্রদান প্রিয়তম নবি মুহাম্মদ সা. থেকে চলে আসছে। বক্তৃতায় রয়েছে এক যাদুকরী শক্তি। ভালো কাজে উদ্বুদ্ধ ও মন্দ কাজ থেকে বিরত রাখাই খুতবার (বক্তৃতা) উদ্দেশ্য। একটি সময় ছিল যখন খতিব মহোদয়গণ নিয়ম রক্ষার তাগিদে গতানুগতিক লিখিত খুতবা পাঠ করতেন। বর্তমানে তার পরিবর্তন ঘটেছে। এখন অনেক মসজিদে জুমার খুতবা সরাসরি ইন্টারনেটে প্রচার করা হয়। ফলে খুতবার গুণগত মান অনেক উন্নত হয়েছে। অনেক মসজিদে খতিব মহোদয়ের খুতবা শোনার জন্য নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে হাজির হন।