পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলাভাষা যেভাবে গঠিত ও পরিবর্ধিত করেছেন, তাতে তত্ত্ব ও তথ্যপূর্ণ গ্রন্থাদির নিয়মিত প্রকাশ সম্ভব হয়েছে। মনীষীদের রচনাসমৃদ্ধ বঙ্গভাষা আজ জাতির চিন্তাধারা ও সংস্কৃতির বাহনস্বরূপ। এর সমৃদ্ধি ও পরিপূর্ণতা সংরক্ষণ ও বৃদ্ধি করতে হলে বিদেশী ভাষায় লিখিত তথ্যপূর্ণ গ্রন্থাদি বাংলায় অনূদিত হওয়া আবশ্যক। সুখের বিষয়, এ বিষয়ে কুশলী বাঙালি লেখকরা পশ্চাৎপদ নন; তাঁরা তাঁদের ব্যাপক অধ্যয়ন ও সুসংহত চিন্তাশক্তি এদিকে প্রয়োগ করেছেন। শ্রীকৃষ্ণচৈতন্য মুখোপাধ্যায়ের "ফা-হিয়েনের দেখা ভারত" এই অভাব পূরণ করেছে।