আদম সন্তানের ইতিহাসে এমন এক শত্রুর কথা বলা হয়েছে, যাকে চোখে দেখা যায় না, অথচ প্রতিটি মুহূর্তে সে আমাদের চারপাশে ঘুরপাক খায়। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, যার হাত ধরে শুরু হয়েছিল মানবজাতির প্রথম পাপ, যে আদম (আঃ) ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল পৃথিবীর পরীক্ষাভূমিতে। তার নাম ইবলিস। শয়তান বা ইবলিস কোনো রূপক চরিত্র নয়; সে বাস্তব, প্রজ্ঞাসম্পন্ন এবং অপার ধূর্ততায় সমৃদ্ধ এক অদৃশ্য অস্তিত্ব। পবিত্র কুরআনে প্রায় ৮৮টিরও বেশি আয়াতে তাকে উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ তা'আলা বিভিন্ন সূরায় আমাদের সতর্ক করেছেন তার ফাঁদ, ধোঁকা ও প্রতারণামূলক কৌশল থেকে।