পরিবেশ ও জলবায়ু আমাদের সময়ের সবচেয়ে বড় সংকট, যার সঙ্গে তুলনা করার মতো কোনো পরিস্থিতি মানুষের যাপিত জীবনের অভিজ্ঞতায় পাওয়া যাবে না। এই সংকট আমাদের দৈনন্দিন জীবনবোধ থেকে শুরু করে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তিত করবে। তবে, সেই পরিবর্তনের প্রকৃতি এবং জাতি বা গোষ্ঠী হিসেবে আমাদের প্রস্তুতি কেমন হবে, সেটার উপর নির্ভর করবে আগামী ১০০ বছর পরে আমাদের অবস্থান। জলবায়ু পরিবর্তনের প্রস্তুতির কেন্দ্রে থাকবে জলবায়ু রাজনীতি, এবং আমি এই বইয়ে অনেক ধারণার অবতারণা করেছি। অর্থাৎ, বিদ্যমান রাজনীতির আমূল সংস্কার এবং পরিবেশ রাজনীতির নির্মাণ ছাড়া পরিবেশ ও জলবায়ু সমস্যার সমাধান সম্ভব নয়।