একটি গ্রামে থাকে মেঘলা নামের এক মেয়ে, যার ছোটবেলা কেটেছে রুদ্র নামের এক ছেলের সঙ্গে। তারা একে অপরের সবকিছু। কিন্তু সময়ের টানে রুদ্র শহরে চলে যায় উচ্চশিক্ষার জন্য। দু’জনের মাঝে থাকে শুধু হাতে লেখা চিঠি। কিন্তু একদিন সব চিঠি বন্ধ হয়ে যায়। কেন? গল্প ধীরে ধীরে সেই প্রশ্নের উত্তর দেয়, এবং দশম পর্বে আসে এমন এক সত্য যা হৃদয় ছুঁয়ে যাবে।
সেরা দাদা
Read all reviews on the Boitoi app