২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন (পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) কীভাবে বদলে দিয়েছে বাংলাদেশের ইতিহাস, তা আমাদের সকলের জানা। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা ছিল সর্বোচ্চ; তাদের হাত ধরেই বাংলাদেশ হয়েছে স্বৈরশাসকমুক্ত, হয়েছে নতুন করে স্বাধীন, যাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকার করছি। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দিনগুলোতে তথা আন্দোলন চলাকালে একজন ছাত্রকে দেখতে পাওয়া যায়—সে মিছিলে পানি বিতরণ করছে।