"রাইডিং দ্য বুলেট ও দ্য র্যাফট" বইয়ের পেছনের কভারে লেখা: অসুস্থ মাকে দেখতে রাতের আঁধারেই এক কলেজ ছাত্র পাড়ি দেয় দীর্ঘ পথ। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হিচহাইক করতে হয় তাকে। আর এমন এক চালকের মুখোমুখি হয় সে, যে কিনা তাকে জীবনের কঠিনতম জুয়া খেলতে নিমন্ত্রণ জানায়। নিজের, নাকি মায়ের, কার আত্মা সে বিক্রি করবে?