‘নরকে জান্নাত’ বাস্তব ঘটনা আশ্রিত একটি সামাজিক উপন্যাস। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপর যৌন-নির্যাতনের বিভিন্ন বাস্তব ঘটনা আবর্তনের মাধ্যমে কাহিনী একটু-একটু করে চূড়ান্ত ঘটনার দিকে এগিয়ে গেছে। যৌন-নির্যাতনের এই দৌড়ে কৃষক, নেশাখোর, সাধক, ধর্মীয় নেতাও জড়িত রয়েছেন। উপন্যাসের নায়ক একজন যান্ত্রিক জীবনে আটকে থাকা সাধারণ মানুষ, যিনি জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে জীবনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করেন। উপন্যাসের এই প্রধান চরিত্রটি তার দৈনন্দিন জীবনের ক্লান্তি ও মানসিক উদ্বেগের মধ্যে ফেঁসে থাকে। তিনি প্রায়শই সমাজের অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু তার স্বপ্নগুলো ক্রমাগত ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। সমাজ তার আপন সংস্কৃতি বহন করেই চলতে থাকে।